1. banijjobarta22@gmail.com : admin :

কমেছে সূচক ও লেনদেন

  • Last Update: Tuesday, December 20, 2022

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৪ কোটি ৫৫ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিলো ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই কমেছে ২৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com