1. banijjobarta22@gmail.com : admin :

এপ্রিলে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় প্রায় ৬৩ কোটি টাকা

  • Last Update: Thursday, May 2, 2024

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায়িক অগ্রগতি অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৬২ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ৩৬৮ টাকা। এরমধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ২৭ কোটি ৯১ লাখ টাকা। আর রিনিউয়াল প্রিমিয়াম ৩৪ কোটি ৬৬ লাখ টাকা। এক বছরে প্রিমিয়াম আয়ে গ্রোথ হয়েছে ১৯ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুধু গ্রস প্রিমিয়াম আদায়ই নয়; বীমা দাবি পরিশোধেও ধারাবাহিকতা অব্যাহত রেখেছে জীবন বীমা প্রতিষ্ঠানটি। এপ্রিল মাসে ৯৩০টি এসবি বা পার্ট ম্যাচিউরিটি বাবদ কোম্পানিটি পরিশোধ করেছে ২ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৮৬৫ টাকা।

এপ্রিল মাস পর্যন্ত ৬০৫টি ফুল ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ১২ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬৯২ টাকা। শুধু এপ্রিল মাসে ৩৩টি মৃত্যু বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৪৬ লাখ ১৭ হাজার ৭০৬ টাকা। এ সময়ে গ্রুপ বীমার আওতায় ৭টি মৃত্যু বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২১ লাখ টাকা।

এপ্রিল মাসে সোনালী লাইফ ২৭টি সাপলিমেন্টারি বীমা দাবি বাবদ ১০ লাখ ৪০ হাজার ৭৫৮ টাকা পরিশোধ করেছে। এ মাসে ২৫টি গ্রুপ সাপলিমেন্টারি বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে ৪ লাখ ৪২ হাজার ১৮৬ টাকা।

কোম্পানি কর্তৃপক্ষ বলছে, সোনালী লাইফ সাম্প্রতিক সময়ে কিছুটা কঠিন সময় পার করছে। এরমধ্যেও কোম্পানির উন্নয়ন কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা, একাগ্রতা ও নিষ্ঠার কারণে ব্যবসায়ের ধারাবাহিকতা বজায় রয়েছে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সোনালী লাইফ আরও এগিয়ে যাবে।

কোম্পানির একজন কর্মকর্তা বলেন, সোনালী লাইফ শুরু থেকেই মাত্র ৭ কার্যদিবসের মধ্যে বীমা দাবি পরিশোধ করে আসছে। এখনো এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com