1. banijjobarta22@gmail.com : admin :

আইডিআরএ’র নামে ফেসবুকে ভুয়া গ্রুপ, অপসারণে বিটিআরসিকে চিঠি

  • Last Update: Thursday, August 24, 2023

নিজস্ব প্রতিবেদক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া গ্রুপ খোলা হয়েছে। যার নাম idra bangladesh। এতে পাঁচ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। ভুয়া এই গ্রুপটি অপসারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে আইডিআরএ কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক (উন্নয়ন ও গবেষণা) শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, আইডিআরএর নামে ফেসবুকে ‘আইডিআরএ বাংলাদেশ (idra bangladesh)’ নামে একটি গ্রুপ খোলা হয়েছে। যার সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। যেখানে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট পোস্ট দেওয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের ভাবমুর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থায় ভুয়া গ্রুপটি ফেসবুক থেকে জরুরি ভিত্তিতে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com