1. banijjobarta22@gmail.com : admin :

লাইফ বীমা কোম্পানির পরিশোধিত মূলধনের তথ্য জানতে চেয়েছে আইডিআরএ

  • Last Update: Wednesday, May 17, 2023

নিজস্ব প্রতিবেদক

দেশের সকল লাইফ বীমা কোম্পানির পরিশোধিত মূলধনের তথ্য জানতে চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ১৮ মে’র
মধ্যে নির্ধারিত ছকে এ সংক্রান্ত তথ্য ই-মেইলে ও হার্ডকপি আকারে কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে।

বুধবার (১৭ মে) আইডিআরএ’র পরিচালক (লাইফ) মোহা. আবদুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীকে পাঠনো হয়েছে।

চিঠিতে উল্লেখিত ছকে- কোম্পানি প্রতিষ্ঠার সাল, পরিশোধিত মূলধনের পরিমাণ (টাকা), উত্তোলনকৃত বা ঋণকৃত অর্থের পরিমাণ (টাকা) ও তারিখ, পুনর্ভরণকৃত অর্থের পরিমাণ ও তারিখ, পুনর্ভরণ না করে থাকলে তার ব্যাখ্যা ইত্যাদি তথ্য পাঠাতে বলা হয়েছে।

বীমা আইন, ২০১০ এর তফসিল-১ এর ধারা ১ (ক) -তে লাইফ বীমা ব্যবসার জন্য বাংলাদেশে নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে নূন্যতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যার ৬০ শতাংশ অর্থাৎ ১৮ কোটি টাকা উদ্যোক্তাগণের এবং অবিশষ্ট ৪০ শতাংশ অর্থাৎ ১২ কোটি টাকা জনসাধারণের প্রদানার্থে উন্মুক্ত থাকবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com