1. banijjobarta22@gmail.com : admin :

৪০৬ কোটি টাকায় তিন কোটি ব্ল্যাঙ্ক স্মার্টকার্ড কিনবে ইসি

  • Last Update: Tuesday, May 9, 2023

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) জন্য তিন কোটি স্মার্ট ব্ল্যাঙ্ক কার্ড কেনা হবে। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই তিন কোটি স্মার্ট ব্ল্যাঙ্ক কার্ড ক্রয়ে ব্যয় হবে ৪০৬ কোটি টাকা।

মঙ্গলবার (৯ মে) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক “আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) থেকে কার্ডগুলো কেনা হবে। তিন কোটি ব্ল্যাঙ্ক স্মার্ট কার্ড কিনতে ৪০৬ কোটি ৫০ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com