1. banijjobarta22@gmail.com : admin :

স্বর্ণের দাম ভরিতে কমল ১১৬৬ টাকা

  • Last Update: Tuesday, May 10, 2022

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন বাজারের স্বর্ণের দাম কমায় ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।

মঙ্গলবার (১০ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

গত ২৭ এপ্রিল সব শেষ স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। ওই সময় প্রতি ভরি স্বর্ণের দাম ছিলো ৭৭ হাজার ৬৮২ টাকা। সেই হিসাবে স্বর্ণের দাম কমে প্রতি ভরিতে ৭৬ হাজার ৫১৫ টাকায় দাঁড়িয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com