1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের উত্থান, লেনদেনও বেড়েছে

  • Last Update: Thursday, April 4, 2024

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেন। দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারেরও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একইভাবে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২২ টির, দর কমেছে ১১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।

ডিএসইতে ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ৭৮ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৪ পয়েন্টে।

সিএসইতে ১৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ৬৫টির এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com