1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের উত্থান, লেনদেনও বেড়েছে

  • Last Update: Wednesday, April 3, 2024

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। টাকার অঙ্কেও বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একইভাবে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৬ কোটি ৩১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৭৯টির, কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৩০ পয়েন্টে।

সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১১২টির দর, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

লেনদেন হয়েছে ৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com