1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতনে সপ্তাহ শুরু

  • Last Update: Sunday, March 24, 2024

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে গত দিনের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০১ পয়েন্টে।শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৫ পয়েন্টে। আর ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬১০ কোটি ৮ লাখ টাকা।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৯৭টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৭২ পয়েন্টে।

সিএসইতে ২৩৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৫২টির এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে আজ লেনদেন হয়েছে ৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com