1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের উত্থান, লেনদেন অতিক্রিম করল ৪৫০ কোটি

  • Last Update: Tuesday, January 10, 2023

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন। টানা ১৪ কর্মদিবস পর ডিএসইর লেনদেন ৪৫০ কোটির ঘর অতিক্রম করেছে।

ডিএসইতে আজ ৪৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৭ কোটি ৮২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। সার্বিক সূচক সিএসপিআই ২৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com