1. banijjobarta22@gmail.com : admin :

দাম বেড়েছে এলপিজির

  • Last Update: Wednesday, November 2, 2022

নিজস্ব প্রতিবেদক

১২ কেজির প্রতি সিলিন্ডার এলপিজির দাম ৫১ টাকা বাড়িয়ে ১২৫১ টাকা করা হয়েছে। নভেম্বরে এ দামে এলপিজি বিক্রি করার আদেশ দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসে এর দাম ছিল ১২০০ টাকা।

বুধবার (২ নভেম্বর) বিকাল ৩টায় বিইআরসি অনলাইন সংবাদ সম্মেলনে এ আদেশ দেয়।

বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের পর বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে। যদিও ভোক্তাপর্যায়ে এ আদেশ কতটা বাস্তবায়ন হয় সে বিষয়ে কাউকে খুব একটা মাথা ঘামাতে দেখা যায় না।

কয়েক মাস ধরে ইউক্রেন সংকটে দেশের বাজারে অব্যাহতভাবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে। এতে বাড়ছে এলপিজিসহ বিভিন্ন পণ্যের দাম।

বোতলজাত এলপিজির সঙ্গে দাম বেড়েছে অটোগ্যাস ও রেটিকুলেটেড এলপিজির (মিটারের মাধ্যমে ব্যবহার) দামও। নতুন দাম অনুযায়ী প্রতি কেজি অটোগ্যাস ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, অক্টোবরে যা ছিল ৫৫ টাকা ৯২ পয়সা। একই সঙ্গে রেটিকুলেটেড এলপিজির গ্যাসীয় অবস্থায় এর দাম ০ দশমিক ২২৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন সংবাদ সম্মেলনে এলপিজির দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। এ সময় কমিশনের অন্য সদস্যরা সংযুক্ত ছিলেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com