1. banijjobarta22@gmail.com : admin :

স্বর্ণের দাম ভরিতে কমছে ২,২৭৫ টাকা

  • Last Update: Thursday, August 18, 2022

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২৭৫ টাকা কমছে। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বুধবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংগঠনটি বলছে, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম কমেছে। সর্বশেষ ৭ আগস্ট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করেছিল সমিতি। তাতে সোনার দাম পৌঁছে যায় ইতিহাসে সর্বোচ্চ দামে, ৮৪ হাজার ৩৩১ টাকা।

দাম কমায় আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮২ হাজার ৫৬ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ২৮৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

দেশের বাজারে আজ পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৮৪ হাজার ৩৩১ টাকা, ২১ ক্যারেট ৮০ হাজার ৪৮২, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৯৩ ও সনাতন পদ্ধতির সোনা ৫৬ হাজার ৯৭৯ টাকায় বিক্রি হয়েছে। তার মানে, কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ২৭৫ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ১৫৮, ১৮ ক্যারেটে ১ হাজার ৮৬৭ এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৬৯২ টাকা কমছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com