1. banijjobarta22@gmail.com : admin :

বছরের ব্যবধানে সোনালী লাইফের প্রিমিয়াম কমেছে প্রায় ৯ কোটি

  • Last Update: Monday, July 1, 2024

নিজস্ব প্রতিবেদক

সদ্য সমাপ্ত জুন মাসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৫৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৪৬২ টাকা। এরমধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ২৩ কোটি ৮১ লাখ টাকা। আর রিনিউয়াল প্রিমিয়াম ৩৪ কোটি ৬২ লাখ টাকা। গত বছরের জুনে গ্রস প্রিমিয়াম আয় হয়েছিলো ৬৭ কোটি ২৬ লাখ ৩ হাজার ২০৮ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে গ্রস প্রিমিয়াম কমেছে ৮ কোটি ৭২ লাখ ৬৩ হাজার ৭৪৬ টাকা বা ১৩ শতাংশ।

চলতি বছরের মে মাসে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছিলো ৬১ কোটি টাকা। তার আগের মাসে অর্থাৎ এপ্রিলে গ্রস প্রিমিয়াম ছিলো ৬৩ কোটি টাকা।

কোম্পানি সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত জুন মাসে সোনালী লাইফের নতুন পলিসি বিক্রি হয়েছে ৯ হাজার ৮৫১টি। এ বাবদ প্রিমিয়াম এসেছে ৩ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ৬৯৭টি। ২০২৩ সালের জুনে ২০ হাজার ৭৯১টি নতুন পলিসি বিক্রি হয়েছিলো। অর্থাৎ নতুন পলিসি কমেছে ৬৯ শতাংশ।

কোম্পানির প্রিমিয়াম আয় ও নতুন পলিসি কমায় চিন্তিত কোম্পানি সংশ্লিষ্টরা। তারা বলছেন, চতুর্থ প্রজন্মের কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ সবসূচকেই এগিয়ে ছিলো। তবে যেভাবে প্রিমিয়াম আয় কমছে তাতে কোম্পানির গ্রোথ কোথায় গিয়ে ঠেকে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জানা গেছে, গত ১৮ এপ্রিল সোনালী লাইফের পর্ষদ স্থগিত করে প্রশাসক নিয়োগ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রিমিয়াম আয়ে কিছুটা ভাটা পড়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, জুন মাসে সোনালী লাইফ এক হাজার ১৯টি এসবি বা পার্ট ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৫২ লাখ ৩৬ হাজার ২০৮ টাকা।

আলোচ্য মাস পর্যন্ত ৭৪৬টি ফুল ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ১৯ কোটি ৭১ লাখ ৩ হাজার ৫৮৯ টাকা। শুধু জুন মাসে ৪৪টি মৃত্যু বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৫৭ লাখ ৩৪ হাজার ৪৯৬ টাকা। এ সময়ে কোম্পানিটির কোনো গ্রুপ বীমার দাবি পরিশোধ করতে হয়নি।

জুন মাসে সোনালী লাইফ ২০টি সাপলিমেন্টারি বীমা দাবি বাবদ ৩ লাখ ৫০ হাজার ৭৫ টাকা পরিশোধ করেছে। এ মাসে ১২টি গ্রুপ সাপলিমেন্টারি বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে ৪ লাখ ২৮ হাজার ৮৬৪ টাকা।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com