1. banijjobarta22@gmail.com : admin :

আজও সূচকের বড় পতন

  • Last Update: Wednesday, April 24, 2024

নিজস্ব প্রতিবেদক

বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) একই প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, দর কমেছে ২৭৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১ টির।

ডিএসইতে ৬০২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫ কোটি ১৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকার ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৮০ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। লেনদেন হয়েছে ২৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com