1. banijjobarta22@gmail.com : admin :

তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের

  • Last Update: Thursday, April 18, 2024

নিজস্ব প্রতিবেদক

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলমের হাতে থাকা ওয়ালটনের ৩ কোটি ৮৯ লাখ শেয়ারের মধ্যে ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

পুঁজিবাজারে ২০২০ সালে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত মার্চ পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৯৮ দশমিক ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪৪ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক ১০ শতাংশ শেয়ার আছে। বাকি দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com