1. banijjobarta22@gmail.com : admin :

আট কার্যদিবস পর সূচকের উত্থান

  • Last Update: Wednesday, March 20, 2024

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের টানা আট কার্যদিবস পতনের পর নবম দিন বুধবার ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন কিরা অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে টাকার অঙ্কে কমেছে লেনদেন।

ডিএসইতে আজ ৪২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭২ পয়েন্টে এসেছে। শরিয়াহ সূচক ৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৭ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৫টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এই কোম্পানিটি আজ ২১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আসা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ। আজ কোম্পানিটির ১৬ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন লিমিটেড, ওরিয়ন ফার্মা, রবি, বেস্ট হোল্ডিংস, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com