1. banijjobarta22@gmail.com : admin :

শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মশালা

  • Last Update: Sunday, October 22, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম বিষয়ে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. সাইদুর রহমান।

বাংলাদেশের অর্থনীতিকে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক করার লক্ষ্যে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন খাতে পুনঃঅর্থায়ন স্কিমসমূহ পরিচালনা করে আসছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি শুরু থেকেই গ্রাহক পর্যায়ে উক্ত স্কিমসমূহের আওতায় উল্লেখযোগ্য বিনিয়োগ বিতরণ নিশ্চিত করেছে। দেশের এসএমই খাতকে অধিকতর গতিশীল এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক ৪০টি শাখার বিনিয়োগ কর্মকর্তাদের অংশগ্রহণে পুনঃঅর্থায়ন স্কিমসমূহের উপর উক্ত কর্মশালার আয়োজন করে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com