1. banijjobarta22@gmail.com : admin :

বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

  • Last Update: Saturday, July 15, 2023

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি। তবে দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ১৯ শতাংশ। প্রধান মূল্য সূচকও বেড়েছে দশমিক ১০ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭১ হাজার ৩৩১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার ১৩৬ কোটি টাকা বা ১ দশমিক ৩১ শতাংশ।

বাজার মূলধন কমা বা বাড়ার অর্থ হলো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ কমেছে বা বেড়েছে।

আলোচ্য সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭০টির শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। কমেছে ২৩টির দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৯৪টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ। এর মাধ্যমে টানা তিন সপ্তাহ ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়লো। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৫ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৩৯ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ।

প্রধান মূল্য সূচকের সঙ্গে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও টানা তিন সপ্তাহ বেড়েছে। সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৫ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৩ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৫ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ।

ইসলামী শরীয়াহভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও টানা তিন সপ্তাহ বেড়েছে। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৪ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৭ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ।

সবকটি মূল্য সূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৫১ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৭১৭ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৩৪ কোটি ৩০ লাখ টাকা বা ১৮ দশমিক ৭৩ শতাংশ।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন বেড়েছে ৬৭১ কোটি ৪৮ লাখ টাকা বা ১৮ দশমিক ৭৩ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা, যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ বাংলাদেশের শেয়ার লেনদেন হয়েছে ১৭২ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকা। ১৪১ কোটি ৩২ লাখ ১ হাজার টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সি পার্ল বিচ রিসোর্ট, জেনারেশন নেক্সট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, এডিএন টেলিকম এবং খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com