1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের সামান্য পতন

  • Last Update: Tuesday, October 18, 2022

নিজস্ব প্রতিবেদন

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে  অবস্থান করছে ৬ হাজার ৪০০ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৬ পয়েন্টে।ডিএসই-৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৯১ কোটি ৮৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪১ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com