1. banijjobarta22@gmail.com : admin :

বন্ড ইস্যু করবে মালেক স্পিনিং, কিনবে জমি

  • Last Update: Thursday, June 23, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ২৯০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে কোম্পানিটি নতুন প্রকল্পর জন্য জমি কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ঋণ কমানো এবং কোম্পানির অর্থ সম্প্রসারণ করার জন্য বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যু করতে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিবে।

অন্যদিকে কোম্পানিটি নতুন প্রকল্পর জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫৫ বিঘা বা ১ হাজার ৮১৫ ডেসিমেল জমি কিনবে।

মালেক স্পিনিং ময়মনসিংহের ভালুকায় ৫৫ কোটি টাকা দিয়ে নতুন প্রকল্পের জন্য জমি কিনবে; যা আগের অর্থবছরের বা চলমান হিসাবের স্টেমমেন্টের চেয়ে ১% বেশি হতে পারে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com