1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, লেনদেনও কমেছে

  • Last Update: Wednesday, May 8, 2024

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। টাকার অঙ্কেও কমেছে লেনদেন। একইসঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, দর কমেছে ২৫৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০ টির।

ডিএসইতে আজ ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩৮ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিলো ১ হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩১৩ পয়েন্টে।

সিএসইতে আজ ২৪৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এটমধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির এবং আর দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

আজ সিএসইতে ১১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com