1. banijjobarta22@gmail.com : admin :

রপ্তানি বিলে বীমা করার নির্দেশ

  • Last Update: Sunday, April 24, 2022

নিজস্ব প্রতিবেদক

রপ্তানিকারকদের অর্থায়নের ক্ষেত্রে বীমা করার (ইনস্যুরেন্স কাভারেজ) নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জা‌রি করেছে।

বর্তমানে ব্যাংকগুলো বাকিতে পণ্য রপ্তানি বিল বৈদেশিক মুদ্রায় ডিসকাউন্ট করে রপ্তানিকারকদের অর্থায়ন করে থাকে। এই অর্থায়নের সুরক্ষার লক্ষ্যে ব্যাংকগুলোকে স্থানীয় বিমা কোম্পানির ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় ইনস্যুরেন্স কাভারেজ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংকের নিজস্ব বিবেচনায় এবং রপ্তানিকারকদের সম্মতিতে এ ধরনের বীমা করতে হবে বলে-সার্কুলারে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রপ্তানি বিল ডিসকাউন্টিং (নির্দিষ্ট কমিশন নিয়ে রপ্তানি আদেশের বিপরীতে সৃষ্ট বিলের বিপরীতে অর্থায়ন) ছাড়াও রপ্তানির আগে ফান্ডেড কিংবা নন-ফান্ডেড সুবিধা দেওয়ার ক্ষেত্রেও একইভাবে বিমা করতে সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com