1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে ব্যাপক পতন

  • Last Update: Monday, April 18, 2022

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতন হয়েছে। ঢাকার অঙ্কেও কমেছে লেনদেন। অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮২ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ৫৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। 

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com