1. banijjobarta22@gmail.com : admin :

৩১ মের পর খোলাবাজারে বিক্রি হবে না সয়াবিন

  • Last Update: Wednesday, March 2, 2022

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ৩১ মের পর থেকে খোলাবাজারে আর সয়াবিন তেল বিক্রি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর থেকে খোলাবাজারে পামওয়েলও বিক্রি হবে না।

গত ৬ ফেব্রুয়ারি সর্বশেষ সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়। এর ২০ দিনের মাথায় নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম লিটারে ফের ১২ টাকা করে বৃদ্ধির প্রস্তাব নিয়ে সরকারের কাছে যান ব্যবসায়ীরা।

বিশ্ববাজারে ঊর্ধ্বগতিকে কারণ দেখিয়ে স্বল্পসময়ের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের পক্ষ থেকে দেওয়া হলেও রোজা সামনে রেখে তা বিবেচনার সুযোগ নেই বলে জানিয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে তেলের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে টিপু মুনশি বলেন, রোজার আগে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের হাত থেকে কারও হাত বড় নয়।

টিপু মুনশি আরও বলেন, চলতি বছরের ৩১ মের পর থেকে খোলাবাজারে আর সয়াবিন তেল বিক্রি হবে। এছাড়া ৩১ ডিসেম্বরের পর থেকে খোলাবাজারে পামওয়েলও বিক্রি বন্ধ হবে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com