বাণিজ্য বার্তা ডেস্ক
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৫৭তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, ফকির মাসরিকুজ্জামান ও স্বতন্ত্র পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।