1. banijjobarta22@gmail.com : admin :

রিজার্ভ থেকে ডলার বিক্রি ১০২ টাকায়

  • Last Update: Wednesday, March 1, 2023

নিজস্ব প্রতিবেদক

বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ডলার বিক্রির দর আরও ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ মার্চ) থেকে ১০২ টাকা দরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে। এতদিন প্রতি ডলারের জন্য ১০১ টাকা নেয়া হতো।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে প্রতি ডলার ১০১ টাকায় বিক্রি করা হচ্ছিল। বুধবার থেকে তা ১ টাকা বাড়িয়ে ১০২ টাকা করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির দর ১০২ টাকা করার বিষয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন।

এদিন রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ৫৬ মিলিয়ন বা ৫ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এ অর্থবছরে রিজার্ভ থেকে বুধবার পর্যন্ত বিক্রি করা হয়েছে ১০ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

তবে সব ব্যাংক এই দরে ডলার পাচ্ছে না। সরকারের প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটানোর জন্য শুধু রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। অন্য ব্যাংকগুলোকে আন্তব্যাংক মুদ্রাবাজার থেকে ডলার কিনে আমদানি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

বুধবার আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল ১০৭ টাকা, সর্বনিম্ন ১০৪ টাকা ২ পয়সা । সব ব্যাংকের চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করলে কেন্দ্রীয় ব্যাংকে সঞ্চিত রিজার্ভ আরও কমে যাবে। সে জন্য সরকারের প্রয়োজনেই শুধু রিজার্ভ থেকে ডলার ছাড়া হচ্ছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com