1. banijjobarta22@gmail.com : admin :

৮১ বীমা কোম্পানির কাছে গ্রাহকের পাওনা ৬৫৬০ কোটি টাকা

  • Last Update: Wednesday, March 1, 2023

রাসেল মাহমুদ

‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্যে আজ বুধবার (১ মার্চ) সারা দেশে পালিত হবে চতুর্থ জাতীয় বীমা দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও কোম্পানিগুলো।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির মূল অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহম্মদ সলীম উল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন ও আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

বীমা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিলেও বীমার সুফল পাচ্ছে না গ্রাহকরা। সময়মতো বীমা দাবির টাকা পাচ্ছে না অনেক গ্রাহক। উল্টো জমা দেওয়া টাকা তুলতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। সইতে হচ্ছে নানা ভোগান্তি।

আরও পড়ুন

যেভাবে শুরু জাতীয় বীমা দিবস

জাতীয় বীমা দিবসে যতো আয়োজন

সামাজিক সুরক্ষায় বীমা

বীমা দিবসের শপথ হোক বীমা দাবি পরিশোধের

আইডিআরএ-এর তথ্য মতে, দেশের জীবন ও সাধারণ বীমা কোম্পানি মোট ৮১টি। এ কোম্পানিগুলোতে গ্রাহকদের বীমার সংখ্যা বর্তমানে ৮৮ লাখ ৬৮ হাজার ৪৩৬টি। এক বছর আগেও ২০২১ সালে বীমার সংখ্যা ছিল ৯৪ লাখ ২৩ হাজার ৪৬৫টিতে। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বীমা কমেছে ৬ লাখ।

কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২২ সালে ৮৮ লাখ ৮৬ হাজার ৪৩৬টি বীমার বিপরীতে গ্রাহকের বীমা দাবি ছিল মোট ৩০ লাখ ৬২ হাজার ৪৬৮টি। টাকার পরিমাণ ছিল ১৬ হাজার ৮২০ কোটি টাকা। এর মধ্যে ১৯ লাখ ১২ হাজার ৮৬৯টি বীমার বিপরীতে মোট ১০ হাজার ২৬০ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ হয়েছে কোম্পানিগুলো। অর্থাৎ ১১ লাখ ৪৯ হাজার ৫৯৯টি বীমা দাবির বিপরীতে ৮১ বীমা কোম্পানির কাছে গ্রাহকের পাওনা ৬ হাজার ৫৬০ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছে, বীমা দাবি পরিশোধ না করায় প্রতিনিয়তই বীমার সংখ্যা কমছে। করোনার সময় অর্থাৎ ২০২০ সালে বীমা সংখ্যা ছিল ৯৬ লাখ ৫৪ হাজার। যা গত দুই বছরে কমে দাঁড়িয়েছে ৮ লাখ কমে ৮৮ লাখে।

আইডিআরএ জানায়, ২০২১ সালে বীমা দাবির পরিমাণ ছিল ১৩ হাজার ৪৭৩ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিগুলো পরিশোধ করেছে ৮ হাজার ৬৫৬ কোটি ২ লাখ টাকা। গ্রাহকদের পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা। ২০২০ সালে বীমা দাবির পরিমাণ ছিল ৯ লাখ ৭১৭ কোটি ২৩ লাখ টাকার। পরিশোধ করেছে ৬ হাজার ৬৩১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিগুলো পরিশোধ করেনি ৩ হাজার কোটি টাকা।

২০১৯ সালে বীমা দাবির পরিমাণ ছিল ৯ হাজার ৮২৮ কোটি ৫৮ লাখ টাকা। দাবি পরিশোধ করেছে ৭ হাজার ৮৪০ কোটি ৪২ লাখ টাকা। ২০১৮ সালে বীমা দাবি ছিল ১০ হাজার ৪৬৫ কোটি ৯১ লাখ টাকা। দাবি পরিশোধ করেছে ৭ হাজার ৭৯৮ কোটি ৬ লাখ টাকা।

বীমা কোম্পানিগুলো যে সঠিকভাবে বীমা দাবি পরিশোধ করছে না তা স্বীকার করেছেন বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ করিব হোসেন। বাণিজ্য বার্তাকে তিনি বলেন, হাতে গোনা কয়েকটি কোম্পানি গ্রাহকের বীমা দাবি পরিশোধ করছে না। তবে অধিকাংশ কোম্পানি দাবি পরিশোধ করছে। যে কোম্পানিগুলো বীমা দাবি পরিশোধ করছে না আমারা সেসব কোম্পানির পর্ষদকে বলবো দ্রুত যেন দাবিগুলো পরিশোধ করে দেয়।

বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বলেন, জীবন বীমা কোম্পানি আছে ৩৫টি। ২০ থেকে ২৫টি কোম্পানি গ্রাহকদের বীমা দাবি যথা সময়ে পরিশোধ করছে। কিন্তু ১০ থেকে ১৫টি কোম্পানি দাবি পরিশোধ করছে না। এ কারণে বীমা কোম্পানির প্রতি সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে।

আইডিআরএ জানিয়েছে, বায়রা লাইফ ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স, সানফ্লাওয়ার ইনস্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সসহ হাতে গোনা কয়েকটি কোম্পানি দাবি পরিশোধ করছে না। মূলত এই কোম্পানিগুলোর কারণেই সার্বিকভাবে পুরো খাত আস্থা হারাচ্ছে।

বীমা দাবি পরিশোধ না করার বিষয়টি স্বীকার করেছেন আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

বাণিজ্য বার্তাকে তিনি বলেন, অধিকাংশ কোম্পানিই বীমা দাবি পরিশোধ করছে। তবে হাতে গোনা ৮ থেকে ১০টি কোম্পানি দাবি পরিশোধ করছে না। আমরা এসব কোম্পানির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদকে ডেকে বীমা দাবিগুলো পরিশোধ করতে নির্দেশনা দিয়েছি। কিছু কোম্পানিকে বলেছি, প্রয়োজনে সম্পদ বিক্রি করে বীমা দাবি পরিশোধ করেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com