1. banijjobarta22@gmail.com : admin :

সাত মাসে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ কৃষিঋণ বিতরণ

  • Last Update: Tuesday, February 28, 2023

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) ব্যাংকগুলো ১৮ হাজার ৬৮৪ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৪৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রমালিকানার ব্যাংকগুলো ৭ হাজার ৪৭৮ কোটি ৩৭ লাখ টাকা বা লক্ষ্যমাত্রার ৬৩ শতাংশ বিতরণ করেছে। আর বিদেশি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো ১১ হাজার ২০৬ কোটি বা মোট লক্ষ্যমাত্রার ৫৮ দশমিক ৫১ শতাংশ ঋণ বিতরণ করেছে। দেশে প্রতিবছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি কৃষিঋণ বিতরণ করে কিছু ব্যাংক। আবার কিছু ব্যাংক আছে, যারা প্রতিবছরই ব্যর্থ হয় লক্ষ্যমাত্রা অর্জনে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দেশের খাদ্য নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকও সেই লক্ষ্যে কাজ করছে। ব্যাংকগুলোকে কৃষিঋণ বিতরণ বাড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা আছে, সেসব অঞ্চলে কৃষিঋণ বিতরণ বাড়াতে প্রচার চালানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মেজবাউল হক বলেন, কৃষি এবং এসএমই ঋণ বিতরণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সব বিভাগীয় শহরে প্রচার চালানো হয়েছে। এসব প্রচারে সেই বিভাগের অধীনে সব জেলার ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কৃষিঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোকে উদ্বুদ্ধকরণের পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কৃষিঋণ বিতরণ না বাড়ালে ৮ নম্বর সার্কুলার অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কৃষি উন্নয়ন ফান্ডে জরিমানা হিসেবে নির্ধারিত টাকা কেটে রাখা হবে। ফলে তাদের অনেক বেশি জরিমানা দিতে হবে।

সম্প্রতি কৃষি খাতে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে তা অন্য ব্যাংকের মাধ্যমে বিতরণের জন্য এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ) গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সেই নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লি ঋণ লক্ষ্যমাত্রা অনুযায়ী বিতরণ করতে না পারলে অবশিষ্ট অর্থ এই ফান্ডে জমা রাখতে হবে। কৃষি খাতে অধিক ঋণ দিতে সক্ষম ব্যাংকগুলোকে এই তহবিল থেকে অর্থ দেবে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবেদনে দেখা যায়, সাত মাসে শস্য খাতে বিতরণ হয়েছে ৮ হাজার ৯০০ কোটি টাকা। সেচ সরঞ্জাম কিনতে দেওয়া হয়েছে ১৫৪ কোটি, কৃষি সরঞ্জাম কিনতে ১২৯ কোটি, গবাদিপশু এবং হাঁস-মুরগির খামারে ৩ হাজার ৯৬০ কোটি, মৎস্য খাতে ২ হাজার ২৭১ কোটি, শস্য গুদামজাত এবং বিপণনে ৯৩ কোটি, দারিদ্র্য দূরীকরণ খাতে ১ হাজার ১০৩ কোটি এবং অন্যান্য খাতে ২ হাজার ৬৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ধরা হলেও ব্যাংকগুলো তার চেয়েও বেশি বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১০২ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৯১১ কোটি টাকা ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, আলোচ্য সময়ে কৃষিঋণ আদায়ও বেড়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) কৃষকদের কাছ থেকে ঋণ আদায় হয়েছে ১৮ হাজার ৪৪৬ কোটি টাকা, যা আলোচ্য সময়ে বিতরণকৃত ঋণের প্রায় সমান। যদিও ২০২১-২২ অর্থবছরের একই সময়ে এই খাত থেকে ঋণ আদায় হয়েছে ১৩ হাজার ৫৯৩ কোটি টাকা।

ঋণ বিতরণ এবং আদায় বাড়ার পাশাপাশি কমেছে খেলাপি ঋণের পরিমাণ। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ তিন হাজার ৯০৫ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৬২ শতাংশ। এ সময় কৃষি খাতে পুঞ্জীভূত ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৫১ হাজার ২২৫ কোটি টাকা।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com