1. banijjobarta22@gmail.com : admin :

লভ্যাংশ দেবে না এমারেল্ড অয়েল

  • Last Update: Sunday, February 26, 2023

নিজস্ব প্রতিবেদক

এমারেল্ড অয়েল গত ৩০ জুন, ২০১৭,১৮ ও ১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের দুই বছরেও কোম্পানিটি লোকসান করেছিল।

কোম্পানিটি রেকর্ড ডেট ও এজিএমের সময়, স্থান পরিবর্তিতে জানাবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com