1. banijjobarta22@gmail.com : admin :

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতিতেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক

  • Last Update: Thursday, February 23, 2023

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতিতেও ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে কার্যকর হবে।

আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব (JAIBB ও DAIBB) পাশ বাধ্যতামূলক করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি কর্মকর্তাগণের আর্থিক খাত সম্পর্কিত জ্ঞান অর্জন ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তাদের আর্থিক খাতের আইন ও নিয়মাচার অনুশীলন সম্পর্কিত বিষয়ে জ্ঞান অর্জন অত্যাবশ্যক। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন পরিচালনা কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন—ডাক্তার, আইন কর্মকর্তা, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ করা কর্মকর্তাদের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে না।

এর আগে, ব্যাংকের সিনিয়র অফিসারের ওপরের সব পদে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং ডিপ্লোমার পরিবর্তে এর নতুন নামকরণ করা হচ্ছে ‘ব্যাংকিং প্রফেশনাল অ্যাক্সামিনেশন।’ তবে এ ক্ষেত্রে বেশকিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ও খাতা দেখার পদ্ধতিতে ব্যাপক সংস্কার আনা হবে।

এ ছাড়া পরীক্ষায় পাশ নম্বর কমিয়ে ৪৫ শতাংশ করা হচ্ছে। সেই সঙ্গে এখন থেকে যে কয়টি বিষয়ে পরীক্ষা দেবে, কেবল সেই বিষয়ের ফি দিতে হবে। আর সবচেয়ে বেশি ফেল করা বিষয় অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে বাধ্যতামূলক থেকে ঐচ্ছিক করা হবে। আর গভর্ন্যান্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে প্রথম পর্বে বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া বর্তমানে প্রতি বিষয়ে পাশ নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হবে। সবচেয়ে বেশি ফেল করা বিষয় অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে বাধ্যতামূলক থেকে ঐচ্ছিক করা হবে। আর গভর্ন্যান্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে প্রথম পর্বে বাধ্যতামূলক করা হচ্ছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com