নিজস্ব প্রতিবেদক
দেশের এজেন্ট ব্যাংকিংয়ে তিন মাসে আমানত কমেছে ৫০৫ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ১৫৭ কোটি টাকা, যা এর আগের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিক শেষে ছিল ৩০ হাজার ৬৬৩ কোটি টাকা। অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে এজেন্ট ব্যাংকিংয়ে আগের তিন মাসের তুলনায় আমানত হারিয়েছে ৫০৫ কোটি টাকা।
বাংলাদেশে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং–বিষয়ক সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে ও তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষ তিন মাস অক্টোবর–ডিসেম্বরে এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রমের মাধ্যমে ঋণ বিতরণ ও প্রবাসী আয় প্রত্যাবাসন বেড়েছে। ঋণ বিতরণ হয়েছে ১ হাজার ৪২৬ কোটি টাকা। আর প্রবাসী আয় এসেছে ৮ হাজার ২৮৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৭ হাজার কোটি টাকা। আর প্রবাসী আয় এসেছে মোট ১ লাখ ১৪ হাজার ৯১৭ কোটি টাকা।
তবে শুধু যে এজেন্ট ব্যাংকিংয়ে আমানত কমেছে, তা–ই নয়। দেশের আর্থিক প্রতিষ্ঠান ও সাধারণ ব্যাংকিংয়ের আমানতেও নেতিবাচক প্রভাব পড়েছে। আর্থিক প্রতিষ্ঠান-সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে এর আগের বছরের একই সময়ের তুলনায় আর্থিক প্রতিষ্ঠানে আমানত কমেছে ১ হাজার ২০৫ কোটি টাকা। সাধারণ ব্যাংকিং–সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের তৈরি আরেক প্রতিবেদন বলছে, ব্যাংক খাতের ডিমান্ড ডিপোজিট বা যখন-তখন উত্তোলনযোগ্য স্বল্পমেয়াদি আমানত গত বছরের শেষ ছয় মাসে ৫ হাজার ৯৬ কোটি টাকা কমেছে।
দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের যাত্রা শুরুর ৯ বছরে গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখের বেশি। গত ২০২২ সালের ডিসেম্বর শেষে এজেন্টের সংখ্যা ১৫ হাজার ১২৬টি, আর এজেন্ট ব্যাংকিং আউটলেট বেড়ে হয়েছে ২০ হাজার ৭৩৬টি।