1. banijjobarta22@gmail.com : admin :

ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলকই থাকছে

  • Last Update: Monday, February 20, 2023

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকিং ডিপ্লোমা ছাড়া সিনিয়র অফিসার ও সমমানের পদ থেকে মহাব্যবস্থাপক ও সমমানের পদ পর্যন্ত কোনো ধাপে পদোন্নতি পাবেন না ব্যাংক কর্মকর্তারা। এসব ধাপে পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা পাস বাধ্যতামূলক করে সম্প্রতি যে সার্কুলার বাংলাদেশ ব্যাংক জারি করেছে সে সিদ্ধান্ত থেকে সরবে না নিয়ন্ত্রক সংস্থা। তবে পরীক্ষায় পাশ নম্বর কমানো, কার্যকরের সময় এক বছর পেছানো ও পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার দায়িত্বে থাকা ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) আয় বাড়াতে সম্প্রতি সিনিয়র অফিসারের পর পরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বে পাশ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। আইবিবির ১৪৯তম কাউন্সিল সভার সিদ্ধান্তের আলোকে গত ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে বিভিন্ন পক্ষের সমালোচনার মধ্যে গতকাল আইবিবির কাউন্সিলের ১৫০তম সভা ডাকা হয়।

২০২০ সালের ১৩ অক্টোবর এ বিষয়ে জারি করা সার্কুলারে ব্যাংকে কর্মরত অফিসার ও সমমানের পদ হতে মহাব্যবস্থাপক ও সমমানের (প্রধান নির্বাহীর অব্যবহিত নিচের এক স্তর ব্যতীত অন্যান্য সব কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন) পদ পর্যন্ত প্রতিটি ধাপে পদোন্নতির ক্ষেত্রে বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার পাসের জন্য একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখতে হতো।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি হতে কার্যকর করার কথা। তবে পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব বাধ্যতামূলক করার বিষয়টি এক বছর পেছানো হতে পারে। আর সবচেয়ে বেশি ফেল করা বিষয় অ্যাকাউন্টিংকে বাধ্যতামূলক থেকে ঐচ্ছিক করা হবে। এ ছাড়া বর্তমানে প্রতি বিষয়ে পাশ নাম্বার ৫০ শতাংশ থেকে কমানো হবে বলেও জানা গেছে। বর্তমানে দুই পর্বে ৬০০ করে মোট ১২০০ নাম্বারের পরীক্ষা হয়।

এদিকে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার হলে প্রকাশ্যে বই দেখে লেখা নিয়েও সমালোচনা রয়েছে। তাই ডিপ্লোমা পরীক্ষা নকলমুক্ত করতে প্রয়োজনে প্রশাসনের লোকজন থাকবে বলেও সভায় আলোচনা হয়। সিলেবাস আরও বাস্তবভিত্তিক করা হবে। এছাড়া ব্যাংকিং ডিপ্লোমার নামও পরিবর্তন হতে পারে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com