1. banijjobarta22@gmail.com : admin :

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আইইবিএ নেতাদের সাক্ষাৎ

  • Last Update: Tuesday, February 14, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

বিশ্বের ৪২টি দেশে প্রতিনিধিত্বকারী সংগঠন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্টস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আইইবিএ) উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় রাজধানীর গুলশানে মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আইইবিএ নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে আইইবিএ প্রতিনিধিরা মো. সাহাবুদ্দিনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এসময় নবনির্বাচিত রাষ্ট্রপতিও আইইবিএ-এর সার্বঙ্গীন সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাতের প্রতিনিধি দলে আইইবিএ উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ফারুক হোসেন, পদ্মাসেতুর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অবঃ) আবু সাঈদ মো. মাসুদ, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ বেলাল হোসেন, বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র‍্যান্ড সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক ও দেশের ইলেকট্রনিকস, তথ্য-প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ (সনি-স্মার্ট)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রাধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান, বহুজাতিক সংস্থা গালফ নাসিম ও গ্রিন ফিল্ড জেনারেল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন আইইবিএ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল মামুন, যুগ্ম সম্পাদক ও সরকারের উপ-সচিব সোহেল আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও সরকারের উপ-সচিব মো. জিয়াউর রহমান এবং কোষাধ্যক্ষ ড. মো. হারুন রশীদ।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com