1. banijjobarta22@gmail.com : admin :

সোনালী লাইফের ইজিএম ২৩ মার্চ

  • Last Update: Monday, February 13, 2023

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৩ মার্চ দুপুরে সোনালী লাইফের বিশেষ সাধারণ সভার (ইজিএম) অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করতে চায়। এ কারণে ইজিএম আহ্বান করেছে। ডিজিটাল প্লাটফর্মে ইজিএম হবে।

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com