নিজস্ব প্রতিবেদক
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন।
ডিএসইতে আজ ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯৫ কোটি ২৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার।