1. banijjobarta22@gmail.com : admin :

গার্ডিয়ান লাইফ ও আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের গ্রুপ বীমা চুক্তি

  • Last Update: Sunday, February 5, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তির অধীনে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের সকল কর্মকর্তা এবং তাদের নির্ভরশীলরা গার্ডিয়ান লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা ভোগ করবে।

সম্প্রতি চুক্তিটি স্বাক্ষিরিত হয়।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের এম ডি রজার হুবার্ট তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মাহমুদ আফসার ইবনে হোসেন, ইভিপি ও হেড অব গ্রুপ বিজনেস; ইফতেখার আহমেদ, এভিপি ও হেড অব গ্রুপ সার্ভিস; ডাঃ জুবায়ের আহমেদ, ইভিপি ও হেড অব ক্লেইমস; মোঃ আবু হানিফ, এভিপি ও টিম লিডার-গ্রুপ বিজনেস; আহমেদ শফিউল হক, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং জিনাত ফেরদৌসি।

আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলাশ কুমার পাল, ইলেকট্রিক্যাল সেফটি ইঞ্জিনিয়ার; কানিজ ফাতেমা লাবনি, হেড অব এইচআর এবং রিপন মিয়া, কম্পেন্সেশন ও বেনিফিটস স্পেশালিস্ট সহ আরও অনেকেই।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com