1. banijjobarta22@gmail.com : admin :

এমএফএসে অ্যাকাউন্ট ছাড়িয়েছে ১১ কোটি

  • Last Update: Sunday, February 27, 2022

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএসে অ্যাকাউন্ট ছাড়িয়েছে ১১ কোটি। গত ডিসেম্বর পর্যন্ত এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা হয়েছে ১১ কোটি ১৫ লাখ। আগের মাস নভেম্বর পর্যন্ত যা ছিল ১০ কোটি ৯৬ লাখ।

এর মধ্যে নারীদের অ্যাকাউন্ট ৪ কোটি ৯৯ লাখ যা মোটের ৪৪ দশমিক ৭৪ শতাংশ। আর ডিসেম্বরে এ খাতে লেনদেন হয়েছে ৭১ হাজার ১৮২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি মেনে বর্তমানে ১৫টি প্রতিষ্ঠান মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা দিচ্ছে। এর বাইরে ডাক বিভাগের সঙ্গে আয় ভাগাভাগির ভিত্তিতে সেবা দিচ্ছে ‘নগদ’। প্রতিষ্ঠানটিতে ডাক বিভাগের মালিকানা প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ব্যাংকের নিবন্ধন নেওয়ার প্রক্রিয়া চলছে।

নগদ বাদে গত জুন পর্যন্ত মোট এজেন্ট সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ২৩ হাজার। এর আগের মাসে ছিল ১১ লাখ ৬ হাজার।

গত ডিসেম্বরে এমএফএসে মোট লেনদেনের মধ্যে এক কোটি ৬ লাখ ইউটিলিটি সেবার বিপরীতে ৭ হাজার ৮৭ কোটি টাকা পরিশোধ হয়েছে। টকটাইম কেনায় খরচ হয়েছে ৬৫৬ কোটি টাকা। ৩৯ লাখ ১৯ হাজার ব্যক্তিকে ২ হাজার ৪৮৭ কোটি টাকা বেতন পরিশোধ হয়েছে। বাকিটা ক্যাশইন, ক্যাশ-আউটসহ অন্যান্য লেনদেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com