নিজস্ব প্রতিবেদক
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) কুমিল্লা ডিভিশনাল অফিসের আয়োজনে শহরে একটি
অভিজাত হোটেলে সভাটি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
সভাপতিত্ব করেন সিনিয়র জিএম ও কুমিল্লা ডিভিশনাল ইনচার্জ মো. আব্দুল কাদের।
আরও উপস্থিত ছিলেন কোম্পানির জিএম, ডিজিএম এজিএমসহ ২০২২ সালের সফল কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি সফল কর্মকর্তাদেরকে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।