1. banijjobarta22@gmail.com : admin :

সূচক বেড়েছে, লেনদেনেও চমক

  • Last Update: Tuesday, January 17, 2023

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকে লেনদেন ৯০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

এদিন লেনদেন হয়েছে ৯০০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। যা ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আর আগের দিন থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট chcp অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com