1. banijjobarta22@gmail.com : admin :

ক্রেতাশূন্য ১৬৮ কোম্পানি

  • Last Update: Tuesday, January 17, 2023

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রেতাশূন্য হয়ে পড়েছে ১৬৮ কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩০টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানি এবং প্রকৌশল খাতের ২১টি কোম্পনি ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে ঔষুধ খাতের ১৭টি, জ্বালানি খাতের ১৬টি, আর্থিক খাতের ১৫টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১১টি, বীমা খাতের ৭টি, খাদ্য খাতের ৫টি, সিমেন্ট খাতের ৪টি, টেলিকমিউনিকেশন ও সিরামিক খাতের ৩টি, কাগজ খাতের ২টি, আইটি, ট্যানারি ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com