1. banijjobarta22@gmail.com : admin :

১৩৫ কোম্পানির শেয়ারের ক্রেতা নেই

  • Last Update: Monday, January 9, 2023

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিনও ডিএসইতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে ১৩৫ কোম্পানি। লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা চলে গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতে ১৮টি কোম্পানি ক্রেতাশূন্য। মিউচ্যুয়াল ফান্ড ও ফার্মা খাতের ১৬টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র খাতের ১৪টি, আর্থিক খাতের ১০টি, বীমা খাতের ৬টি, খাদ্য খাতের ৫টি, সিমেন্ট ও বিবিধ খাতের ৩টি, কাগজ ও সিরামিক খাতের ২টি এবং সেবা ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com