1. banijjobarta22@gmail.com : admin :

বছরের শেষ কার্যদিবসে ইতিবাচক শেয়ারবাজার

  • Last Update: Thursday, December 29, 2022

নিজস্ব প্রতিবেদক

২০২২ সালের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। শরিয়াহ ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।

বেড়েছে লেনদেনও। আজ লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। যা আগের দিন থেকে ৮৭ কোটি ৪৮ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার।

ধারাবাহিক পতনের পর শেয়ারবাজারের এই উত্থানকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, ফ্লোর প্রাইস আরোপের পর বাজারে লেনদেনে যে ভাটা পড়েছে তা কিছুটা সমন্বয় হতে পারে। ১৬৯ কোম্পানি থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার প্রভাবেও সূচক ও লেনদেন বাড়তে পারে বলে মত তাদের।

তবে বাজারকে গতিশীল করতে ফ্লোস প্রাইস তুলে দেওয়া দরকার বলেও মনে করেন বাজার সংশ্লিষ্ট অনেকেই।

ডিএসইতে আজ ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ২ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com