1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের উত্থান, কমেছে লেনদেন

  • Last Update: Wednesday, December 28, 2022

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকে কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে। শরিয়াহ ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ২৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি ৩৫ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে আজ ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। সার্বিক সূচক সিএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com