নিজস্ব প্রতিবেদক
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৬১ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল। এই শেয়ারটির দর কমেছে ২১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৩৪ শতাংশ।
১ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৫৫ শতাংশ দর হারিয়ে এর পরেই রয়েছে আমরা টেকনোলজি।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস,বিডি থাই ফুড, কে অ্যান্ড কিউ, আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিস, পেপার প্রসেসিং ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।