1. banijjobarta22@gmail.com : admin :

দেশবন্ধু পলিমারের  লভ্যাংশ অনুমোদন

  • Last Update: Thursday, December 15, 2022

নিজস্ব প্রতিবেদক

দেশবন্ধু পলিমার লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। অনলাইনের মাধ্যমে সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। তাদের অনলাইন ভোটের মাধ্যমে সর্বসম্মতিতে বিনিয়োগকারীদের জন্য নগদ পাঁচ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়।

দেশবন্ধু পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা, স্বতন্ত্র পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, কোম্পানির মনোনীত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার জাহান তালুকদার (অব.) ও ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব লিয়াকত আলি খান।

সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমাণ দুই কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৪৫৯ টাকা। গত বছর যা ছিল এক কোটি ২১ লাখ ২৩ হাজার ৪৮৬ টাকা। এ বছর শেয়ারপ্রতি আয় ০.৪৭ পয়সা। যা গত বছর ছিল ০.২০ পয়সা।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন। সভায় ২০২১-২২ অর্থবছরের হিসাব, পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে সবগুলো এজেন্ডা অনুমোদন করা হয়।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com