1. banijjobarta22@gmail.com : admin :

ক্রেতা নেই ২০৯ কোম্পানির

  • Last Update: Wednesday, December 14, 2022

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করা কোম্পানিগুলোর মধ্যে ক্রেতাশূন্য হয়ে পড়েছে ২০৯ কোম্পানি কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৫টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য। ব্যাংক খাতের ৩৪  কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ২৪টি, জ্বালানি ও ওষুধ খাতের ১৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, আর্থিক খাতের ১৪টি, খাদ্য খাতের ৮টি, বিবিধ খাতের ৭টি, সিমেন্ট খাতের ৪টি, সিরামিক, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, আইটি খাতের ২টি এবং সেবা খাতের ১টি কোম্পানি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com