বাণিজ্য বার্তা ডেস্ক
নাটোরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইয়াকুব আলী এজেন্সি অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বাগাতিপাড়া উপজেলা দয়ারামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
অফিস ইনচার্জ মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র জি এম মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হামাবুর রহমান মিঠু, কোম্পানির উন্নয়ন ও প্রশাসন বিভাগের প্রধান মো. নিজাম উদ্দিন, জিএম (উন্নয়ন) নাটোর মো. হাবিবুর রহমান, ডিজিএম (উন্নয়ন) মো. হাসান আলী সোহেল, ডিজিএম (উন্নয়ন) মো. ইমন আতিক, ডিজিএম (উন্নয়ন) মোঃ মাসুদ রানা, এজিএম (উন্নয়ন) মকসেদ আলী।
প্রধান অতিথি ফিতা কেটে এজেন্সি অফিস উদ্বোধন করেন এবং অনুষ্ঠান শেষে এজিএম তদুর্ধ কর্মকর্তাদের সঙ্গে বর্ষ সমাপনী ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বি এম হিরোন মৌলিক ও সৈয়দ আলী গাজী।