1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, লেনদেনও তলানিতে

  • Last Update: Sunday, December 4, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও লেনদেন নেমেছে তলানিতে।

কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৪ পয়েন্টেে শরিয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার পয়েন্টে।

রোববার ডিএসইতে ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৭১ কোটি ১৯ লাখ টাকা কম। ওইদিন লেনদেন হয়েছিলো ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে আজ ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com