1. banijjobarta22@gmail.com : admin :

রিটার্ন জমার সময় বাড়ানোর দাবি এফবিসিসিআই’র

  • Last Update: Tuesday, November 29, 2022

নিজস্ব প্রতিবেদক

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানোর দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

মঙ্গলবার (২৯ নভেম্বর) আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সই করা চিঠিতে বলা হয়, করোনার দীর্ঘমেয়াদি প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবা খাত বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না বিধায় এক মাস সময় বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ সময়।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com