নিজস্ব প্রতিবেদক
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৪১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল থেকে ৭৭ কোটি ১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে আজ ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।